পুনর্বাসনের জন্য বিক্ষোভ গ্রামবাসীর

অন্ডাল: কয়েক মাস আগেই ই সি এল – এর খনির কয়লা খননের জন্য ধ্বসের মুখে পড়েন হরিশপুর গ্রামের বাসিন্দারা৷ ধ্বসের ফলে চাপা পড়ে যায় কয়েকটি বসবাসের বাড়ি৷ আতঙ্কিত হয়ে গ্রাম ছাড়েন বাসিন্দারা ৷এলাকা পরিদর্শনে আসেন মন্ত্রী মলয় ঘটক৷ শীঘ্রই গ্রামের বাসিন্দাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে আশ্বাসও দেয় তিনি৷ অভিযোগ, মন্ত্রীর আশ্বাসের পরও সমস্যার কোনো সুরাহা হয়নি৷

তাই বাধ্য হয়েই গ্রামের বাসিন্দারা নিজেদের থাকার জায়গা খুঁজছেন৷ অনেকেই আবার প্রাণের ঝুঁকি নিয়ে সেই গ্রামেই বসবাস শুরু করেছেন৷ গ্রামবাসীদের অভিযোগ, চার মাস হয়ে গেলেও ই সি এল এর পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি৷ স্থানীয় বাসিন্দা দয়াময় আকুড়ে বলেন, “জমির বদলে জমি চাই৷ ঘরের বদলে ঘর৷ আর ই সি এল এর জন্যই এই দুর্দশা৷ তাই ই সি এল কর্তৃপক্ষকেই পুনর্বাসন দিতে হবে৷ “এবিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য তাপস গোপ বলেন, “গ্রামবাসীরা ই সি এল -এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ গ্রামের মানুষ আমরা৷ ফ্ল্যাটের মানুষ নই৷ আর আমরা ফ্ল্যাটে থাকতেও চাই না৷”