Home আসানসোল নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক!

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক!

0
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল ট্রাক!

জামুড়িয়া: জামুড়িয়া থানার দুই নম্বর জাতীয় সড়ক সংলগ্ন বেনালী মোড়ে একটি ১৪ চাকার ডাল বোঝায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে কাছের একটি মিষ্টির দোকানে,অল্পের জন্য প্রাণে বাচে দোকানের কর্মচারীরা।এই ঘটনায় দোকানের আংশিক অংশ ক্ষতি হয়েছে।এছাড়া পাশে থাকা একটি পান গুমটি ক্ষতির স্বীকার হয়।

দোকান মালিক বাপি মাজি জানায় গতকাল রাত সাড়ে এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে। তিনি বলেন রাত্রে এই ঘটনা হওয়ায় কেউ আহত হয়নি ।দিনের আলোতে হলে ভয়াবহ দুর্ঘটনা হতে পারত,অনেক প্রাণহানির আশঙ্কা ছিল বলেও তিনি জানান।অবশেষে জামুড়িয়া থানার পুলিশ গাড়িটিকে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here