দুর্গাপুর: দুর্গাপুর ব্যারেজ থেকে পূর্ব বর্ধমানগামী সেচ ক্যানেলে কৃষিকাজের জন্য ৭ হাজার ৬০০ কিউসেক জল ছাড়া হয়৷ সেই জল কাঁকসা থানা অঞ্চলের রাজ বাঁধে বাধাপ্রাপ্ত হওয়ায় ক্যানেলের পাড় উপচে দুর্গাপুর নগরনিগমের ৪১ ও ৪৩ নম্বর ওয়ার্ডে ঢুকে পড়ে৷ তাই কার্যত ঘরবন্দী হয়ে পড়ে পরিবারগুলি৷
এলাকার বেশিরভাগ বাড়ি মাটির হওয়ার কারণে তা ভেঙে পড়ে যায়৷ এই খবর পাওয়ার পরই ওই দুই ওয়ার্ডে যান দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের কংগ্রেস বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল,তিনি বলেন, “সেচ বিভাগের সঙ্গে কথা বলে জানতে পেরেছি কাঁকসা থানার রাজ বাঁধে ওই জল বাধাপ্রাপ্ত হয়েছে৷ তাই তা জমে গেছে৷ ঘটনাস্থানে DVC-র আধিকারিকরা যাচ্ছেন৷ সমস্যার দ্রুত সমাধান হবে৷ ” ঘটনাস্থানে যান ওই দুই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিপুল সাহা ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়৷
এই ঘটনার কারণে স্থানীয় মানুষের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই ভাবে আচমাকে এই ধরনের ঘটনা ঘটলে তাদের প্রাণ হানীর আশঙ্কা প্রকাশ করে বাদিন্দারা। আগত প্রতিনিধিদের প্রতি স্থানীয় লোকেকরা তাদের ক্ষোভ উগরে দেয়। এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো প্রাণ হানীর খবর পাওয়া যায়নি।