রাজ্য সরকারের নির্দেশিকা সত্ত্বেও রানিগঞ্জ গার্লস কলেজে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠলো

There were allegations of taking exams at Raniganj Girls College despite the state government's guidelines

রানীগঞ্জ: করোনার সংক্রমণের কারণে সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এর মধ্যেই কলেজের একটি রুমে ১৯ জন পরীক্ষার্থীর এক সাথে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠলো রানীগঞ্জ গার্লস কলেজ। কলেজের কিছু শিক্ষার্থীর অভিযোগ, “রাজ্য সরকার অনলাইনে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছিল। তবে, কলেজ বিএসসি তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা হয়।” কলেজের অধ্যক্ষকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেছেন।

কলেজটিতে পরীক্ষা দিতে আসা ভূ-তত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুতপা চট্টোপাধ্যায় বলেছিলেন, “আমরা কলেজের ওয়েবসাইট থেকে জানতে পারি যে আজ পরীক্ষা হবে। আজ কলেজের একটি ল্যাবে মোট ১৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় দিয়েছে।

অভিভাবকরা প্রশ্ন তুলেছেন যে করোনার এই পরিস্থিতিতে কলেজ কর্তৃপক্ষ কীভাবে পরীক্ষা নিতে পারেন।

কলেজের অধ্যক্ষ ছবি দে এর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন।” কলেজের ভিতরে কোনও পরীক্ষা হয়নি। কেবল পরীক্ষার ফি নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা ভুল কথা বলছে। “