জামুড়িয়া: আসানসোল পুরনিগমের অন্তর্গত জামুড়িয়া বরো অফিসের এক কর্মীর ছেলে করোনায় আক্রান্ত। গত শুক্রবার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এই খবর জানানো হয়েছে। উক্ত কর্মী গত এক সপ্তাহ ধরে অফিসে আসেনি বলে জানা গেছে। এই খবর প্রচার হতেই স্বাভাবিক ভাবেই বরো অফিসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরনিগম কতৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
সাধারণ মানুষের অসাবধানতার কারণে পশ্চিম বর্ধমানে ক্রমেই সংক্রমের সংখ্যা বেড়ে চলেছে। এই বিষয় কে মাথায় রেখে আসানসোল পুরো নিগম রানীগঞ্জের ৮৮ এবং ৮৯ নম্বর ওয়ার্ডকে সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে আগামী শনিবার থেকে। পাশাপাশি আসানসোল ও দুর্গাপুরের অবস্থাও ক্রমে খারাপের দিকে, প্রশাসন কঠোর হওয়া শর্তেও সাধারণ মানুষের মধ্যে অসচেতনতা চোখে পড়ছে। মানুষ মনে করছে রানীগঞ্জের পাশাপাশি দুর্গাপুর ও আসানসোল সম্পূর্ণ লকডাউন করলে করোনার প্রকোপ কমানো সম্ভব হবে। সংক্রমের চেন ভেঙে যাবে এই লকডাউনের কারণে।