দুর্গাপুর: করোনা আক্রান্ত দুর্গাপুরের একটি বেসরকারী ব্যাংকের ম্যানেজার। সে কারণে তিন দিন ধরে শাখা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের কর্মীদের কোয়ারেন্টিন করা হয়েছে। তাদেরও করোনা পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। কোন কর্মচারী ম্যানেজারের সংস্পর্শে এসেছেন কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার ম্যানেজার কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। তাকে নিকটস্থ বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ম্যানেজারের নমুনা সেখানে পরীক্ষা করা হয়েছিল। তারপরে রিপোর্টটি নেগেটিভ আসে। পরের দিন ওই ব্যক্তিকে কলকাতার আর.এন ঠাকুর হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালে আবার ব্যাংক ম্যানেজারের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল পরীক্ষার রিপোর্ট আসে, এবং জানা যায় যে ব্যাক্তি করোনা পজিটিভ।
ব্যাংকটি একটি বহুতল বাজার কমপ্লেক্সে অবস্থিত। কমপ্লেক্সের ম্যানেজার অনিল ঝাঁ বলেন, “আমরা শুনেছি ব্যাংক ম্যানেজার করোনা পজেটিভ আক্রমণ। আমরা আতঙ্কিত হয়নি। তবে শিগগিরই পুরো মার্কেট কমপ্লেক্স স্যানিটাইজ় করা হবে। এই শাখাটি তিন দিন বন্ধ থাকবে।”