করোনার পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে ব্যাংকগুলি খোলা রাখার বিষয়ে রাজ্য সরকার একটি নতুন অ্যাডভাইজারি জারি করেছে। এবার থেকে প্রতি সপ্তাহে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত খোলা থাকবে, অ্যাডভাইজারিতে জানাল নবান্ন।
সম্প্রতি রাজ্যের ব্যাংক কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন। করোনার পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে এই দিন ব্যাংক খুলে রাখা নিয়ে রাজ্য সরকারের তরফে নতুন অ্যাডভাইজারি জারি করা হয়েছিল।
রাজ্যে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা দেখা দেওয়ায় এর আগে নবান্নের তরফে একগুচ্ছ পদক্ষেপের কথা জানানো হয়েছে। এর মধ্যে অন্যতম হল রাজ্যজুড়ে লকডাউন। সোমবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এ বার থেকে প্রতি সপ্তাহে এক দিন বা দু’দিন করে রাজ্যজুড়ে পুরো লকডাউন থাকবে। চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যজুড়ে পুরোপুরি লকডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।