শিল্পাঞ্চলে মহাসমারোহের সাথে পালিত হল ৭৪ তম স্বাধীনতা দিবস

স্বাধীন ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবস উপলক্ষে আনন্দে মেতে উঠেছে শিল্পাঞ্চল। শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় পালিত হচ্ছে স্বাধীনতা দিবস। এই করোনার পরিস্থিতিতেও দেশের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশের কোনো খামতি নেই। আজ সকাল থেকেই স্কুল থেকে শুরু করে পড়ার মোড় এবং অফিস কাছারিতে উড্ডীন হয় জাতীয় পতাকা। কচিকাঁচা থেকে শুরু করে বয়স্ক মানুষেরা গান, কবিতা বক্তৃতার মাধ্যমে দেশের স্বাধীনতা সংগ্রামীদের জানায় রক্তিম অভিনন্দন।

মাল্যদান করা হয় বীর শহীদের প্রতিকৃতিতে। আসানসোল রানীগঞ্জ দুর্গাপুরে থাকা বীর শহীদের মর্ম মূর্তিতে মাল্যদান করে সমাজের বিশিষ্ঠ মানুষেরা এবং দেশের প্রতি তাদের আত্মবলিদানের গাঁথা জনমানসে উপস্থাপন করেন।
এই ভাবেই শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় মহা সমারহের মাধ্যমে পালিত হয় ৭৪তম স্বাধীনতা দিবস।

আমাদের eFindout এর পক্ষ থেকে আপনাদের জানায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।