Home আসানসোল মাধ্যমিকে মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান বারাবনির অনুশ্রী ঘোষর

মাধ্যমিকে মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান বারাবনির অনুশ্রী ঘোষর

0
মাধ্যমিকে মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান বারাবনির অনুশ্রী ঘোষর

আসানসোল: মাধ্যমিকের মেধা তালিকায় সম্ভাব্য নবম স্থান অধিকার করে জেলার মান রাখলো অনুশ্রী ঘোষ৷ বাড়ি বারাবনিc বালিয়াপুরে৷ অনুশ্রীর প্রাপ্ত নম্বর ৭০০ মধ্যে ৬৮৪ ৷ অনুশ্রী জানিয়েছে, মাত্র তিনজন গৃহশিক্ষক ছিল তাঁর। বাংলা ইংরেজি আর অঙ্ক। বাকি সমস্ত বিষয়ে পড়াশোনার জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাকে প্রচন্ড সাহায্য করেছেন। সবসময়ই ফোন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। টেস্টের পর থেকে বাড়িতে মক পরীক্ষা দিতে থাকে সে। এটা অনেক সহায়তা করেছে রেজাল্ট ভালো করার জন্য। অবসর সময় কাটতো গল্পের বই পড়ে।

অনুশ্রী আসানসোলের উমারানি গরাই মহিলাকল্যাণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী৷ বাবা অচিন্ত ঘোষ বেসরকারি সংস্থায় কর্মরত, মা অঞ্জনা ঘোষ গৃহবধূ৷ বাবা মায়ের আর্জি মেয়ের ভবিষ্যৎ এ পড়াশুনোর জন্যে যদি কোনো সংস্থা সহযোগিতার হাত বাড়ায়। পাশাপাশি সরকারি ভাবে যদি কোনো বৃত্তির ব্যবস্থা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here