বৃষ্টিতেও চেক পোস্টে চলছে কড়া পুলিশি পাহারা

আসানসোল: করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সপ্তাহে দুদিন সম্পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়। এরপর পুলিশ প্রশাসন করা নজর দারী চালাচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ইতি মধ্যেই বেশ কয়েকটি জায়গায় নিয়মভঙ্গ কারিদের বিরুদ্ধে কেস দায়ের করা হয়েছে। বৃষ্টিতে প্রসাশনের কাজ করতে অসুবিধা হলেও তারা কোনো রকমের হালকা ভাবে নিতে রাজি নয় এই লকডাউনকে। ইতি মধ্যেই আসানসোল, রানীগঞ্জ ও দুর্গাপুরে এক ধাক্কায় করোনা অনেক টা বেড়ে গেছে। তাই প্রশাসন নজর রাখছে অন্য রাজ্য থেকে কেউ অকারণে যেন প্রবেশ না করে। তাই পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্ত অর্থাৎ ডুবুডি চেক পোস্টে চলছে কড়া পুলিশি পাহারা।

দুই নম্বর জাতীয় সড়কের উপরে অবস্থিত এই ডুবুডি চেক পোস্ট দিয়ে পাশ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে সারাদিনে প্রচুর গাড়ি যাতায়াত করে। সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনে কড়া পুলিশি পাহারা রয়েছে। আগত সমস্ত গাড়ি চেকিং করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।