দুর্গাপুর: জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার ক’রে পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করলো দুর্গাপুরের ছেলে শুভম ঘোষ৷ শুভমের বাড়ি দুর্গাপুরের বি-জোন এডিশন রোডে৷ বিশ্বনাথ ঘোষ ও কল্যাণী ঘোষের একমাত্র পুত্র শুভম৷ দুর্গাপুরের DAV Model স্কুলের ছাত্র শুভম।
পড়াশোনার প্রতি তার গাভীর অনুরাগ এবং স্কুলের প্রিয় একজন ছাত্র শুভম। তাকে কেন্দ্র করে শিক্ষক দের মধ্যে একটি আশা ছিল সবসময়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সে স্কুলে প্রথমস্থান অধিকার করে।
উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৯৯.৪%। শুভমের ইচ্ছে সে ভবিষ্যতে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে। শুভমের বাবা বিশ্বনাথ ঘোষ সৈনিক স্কুলের প্রাক্তন অধ্যাপক৷ মা কল্যাণী ঘোষ দুর্গাপুর হাসপাতালে নার্স। কল্যাণী দেবীর কথায়, আর পাঁচজন বাবা-মা ছেলেকে যেভাবে গাইড করে আমরাও সেভাবেই পাশে থেকেছি।
শুভমের পিতা মাতা ছেলের সাফল্যের জন্য ছেলের পরিশ্রমের কথা উল্লেখ করেছেন। শুভমের এইরূপ সাফল্য দুর্গাপুরের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা যোগাবে। তার এই সাফল্যের জন্য স্কুলের শিক্ষক ও তার বন্ধুরা আনন্দের কথা জানায়।