একগুচ্ছ দাবি নিয়ে রানীগঞ্জে SFI এর বিক্ষোভ কর্মসূচী!

SFI's protest program in Raniganj with a bunch of demands!

রানীগঞ্জ: আজ রানীগঞ্জের নেতাজী স্ট্যাচুর সামনে বিক্ষোভ প্রদর্শন করলো ভারতের ছাত্র ফেডারেশনের রানীগঞ্জ লোকাল কমিটির সদস্যরা। সেমিস্টার ফি মুকুব, অনলাইন ক্লাসের পরিকাঠামো তৈরি সহ একগুচ্ছ দাবি নিয়ে বৃষ্টির মধ্যেই বিক্ষোভে ফেটে পড়ে সংগঠনের কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে রানীগঞ্জ লোকাল কমিটির সভাপতি দেবজ্যোতি পট্টনায়ক জানান, “এই লকডাউনে পর্যাপ্ত পরিকাঠামো ছাড়ায় অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে, বঞ্চিত হচ্ছে অনেক পড়ুয়া।

ক্লাস না করলে দিতে হচ্ছে ফাইন। বেসরকারি স্কুলগুলোতে সেমিস্টার ফি এমনকি বাসভাড়াও মুকুব করা হয়নি। এই সমস্ত দাবিগুলোকে সামনে রেখে ১৫ই জুন সংগঠনের পক্ষ থেকে স্কুল পর্যবেক্ষক এবং রানীগঞ্জ বিডিও অফিসে স্মারকলিপি দেওয়া হবে। দাবি পূরন না হলে আমরা পড়ুয়াদের পাশে নিয়ে বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত।”