দুর্গাপুর: লকডাউনের জেরে যখন গোটা বিশ্ব থমকে গেছে, অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে তখন স্বাভাবিক ভাবেই চিন্তার ভাঁজ বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা যৌনকর্মীদের মধ্যেও। এমত অবস্থায় দুর্গাপুরের কাদারোড এলাকার যৌন কর্মীদের কথা অনুসারে তাদের বর্তমান অবস্থা ভীষন খারাপ, কোনো রোজকার নেই ,পরিবারের মুখে অন্ন তুলে দিতে পারছেনা, একই অবস্থা আসানসোলের যৌনকর্মীদেরও।
এই লকডাউনে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সাহায্যের জন্য এগিয়ে এলেও, তারা সন্দেহ প্রকাশ করেছেন এই ভাবে অন্যের দেওয়া ত্রাণে কতদিন চলতে পারে। তাই তারা নিজের পেশাকে পরিবর্তন করতে চাইছেন, তারা চাইছেন অন্যের বাড়িতে কাজ করে বা ট্রেলারিঙের কাজে নিজেদের যুক্ত করতে। কিন্তু তারা মনে করেন তাদের পরিচয় জেনে কেউ কি তাদের এত সহজে সুযোগ দেবে বা কাজ শেখাতে আগ্রহী হবে।
আসানসোলের মেয়ও ও দুর্গাপুরের মেয়র তাদের এই দুরাবস্থার কথা জনেন। তাই তারা সরকারী ভাবে যৌনকর্মী দের সাহায্য ও কাজ শেখানোর বিষয়ে চিন্তা ভাবনা করছেন। তবে এখনো পর্যন্ত তাদের সমস্যার কোনো সুরাহা বেরিয়ে আসেনি। শুধুই চিন্তার ভাঁজ তাদের কপালে।