দুর্গাপুর: সাত সকলে মৃদু কম্পনে কেঁপে উঠল রাজ্য। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। কম্পন অনুভূত হওয়ার পরই আতঙ্কে স্থানীয়রা বাড়ি থেকে বেরিয়ে আসেন। বুধবার সকাল ৭.৫৪ মিনিটে নদিয়াতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। জাতীয় কম্পন কেন্দ্র জানিয়েছে, এদিন রিখটার স্কেলে তীব্রতা ছিল ৪.১।
দুর্গাপুর থেকে ১১০ কিমি দূরে এদিনের ভূমিকম্পের কেন্দ্রস্থলের অনুসন্ধান পাওয়া যায়। ভূমি থেকে প্রায় ১০ কিমি গভীরে ছিল এই কম্পনের উপকেন্দ্র বলে মনে করা হচ্ছে।বিশেষজ্ঞরা এই নিয়ে পরিক্ষা নিরীক্ষা করছেন ।
চলতি সপ্তাহে অরুণাচল প্রদেশের আনজাও জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমিয়োলজির রিপোর্ট অনুযায়ী, সোমবার রাত ৩.৩৬ মিনিটে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশের আনজাও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ধরা পড়ে ৩.৭। ভূপৃষ্ঠ থেকে ১২০ কিমি গভীরে ছিল ভূমিকম্পের উত্স্য। এই কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে বলে এখনও পর্যন্ত জানা যায়নি। গত ২১ অগস্ট শুক্রবার ঝাড়খণ্ডে ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। তার আগের দিনই কেঁপেছিল ঝাড়খণ্ডের মাটি।