দুর্গাপুর: ডাকতদের ছুরির আঘাতে ক্ষত চিকিৎসক দম্পতি। একদল ডাকাত হামলা করে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টার নিবাসী চিকিৎসক দম্পতির বাড়িতে। আনুমানিক ৩৫০০০ নগদ টাকা ও ১ ভরি সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল। দিনের বেলায় ঘটনাটি ঘটায় এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। প্রতিবেশীর সিসিটিভি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
গতকাল দুপুর ৩টে নাগাদ তিনজন ব্যক্তি চিকিৎসক শরৎচন্দ্র কর্মকারের বাড়ী কলিংবেল বাজিয়ে ভেতরে ঢোকে। এরপরই ওই চিকিৎসককে জাপটে ফেলে দেয়। স্ত্রী চীৎকার শুরু করলে তাকে গলায় ছুরি চালায় দুষ্কৃতীর দল। মাথায় আঘাত করে দুষ্কৃতীরা, মাথায় এবং গলায় গুরুতর চোট পান চিকিৎসা স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। প্রতিবেশীর সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।