করোনায় আক্রান্ত রানীগঞ্জের পুলিশ কর্মী, আতঙ্কে এলাকাবাসি

রানীগঞ্জ: করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেলোনা রানীগঞ্জ অঞ্চলের পুলিশ কর্মীরাও। ক্রমাগত রানীগঞ্জ সহ আসে পাশের অঞ্চলে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে চলেছে। তাকে লক্ষ্য রেখেয় আসানসোল পুরোনিগম রানিগঞ্জ অঞ্চলে লকডাউন ঘোষণা করে শনিবার থেকেই। এই ভয়াভয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসন সহ দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই কর্ম যজ্ঞে সামিল পুলিশ কর্মীদের করোনা টেস্ট করানো হলে তাদের মধ্যে ১২ জনের পজেটিভ আসে। এর মধ্যে আছেন চার জন পুলিশ আধিকারিক, তিন জন কনস্টেবেল এবং পাঁচ জন সিভিক ভোলেটিয়ার। এই সংক্রমিত পুলিশ কর্মীদের চিকিৎসার জন্য দুর্গাপুরের সনকা কোভিডি-১৯ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই খবর জানাজানি হতেই মানুষের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। এবং এই পুলিশকর্মী দের সংস্পর্শে আসা অন্যান্য ব্যক্তিদেরও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে।

সাধারণ মানুষের কাছে প্রশাসনের আবেদন তারা যেনো স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং যথাযথ ভাবে লকডাউন পালন করে। এই মর্মে কেউ স্বাস্থ্য বিধি না মেনে মাস্ক না পরে অযথা বাইরে বেরোলে প্রশাসন তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করবে।