রানীগঞ্জ: করোনার প্রকোপ থেকে রেহায় পায়নি রানীগঞ্জ শহর ও গ্রামীণ এলাকা। গত কয়েক দিনে এক ধাক্কায় হটাৎ ২৪ জন করোনা ভাইরাসের সংক্রমনে সংক্রমিত হয়। এই খরব প্রচার হওয়া মাত্রয় রানীগঞ্জ জুড়ে মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয় এবং মানুষের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যায়।
প্রশাসন পরিস্তিতি নিয়ন্ত্রণের জন্য তৎপর হয়ে ওঠে ও দুটি এলাকাকে কন্টেন্টমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয় কিন্তু এর মধ্যেই একটি খবর শহর বাসীর মনে আশার আলো জাগায়। পাওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত ১২ জন পেশেন্ট করোনা ভাইরাসের সাথে লড়াইয়ে জয়ী হয়েছেন। এর জন্য সকলেই সনকা হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানায় ও তাদের অক্লান্ত পরিশ্রম কে কুর্ণিশ করে। এর সাথে সাথে প্রশাসন রানীগঞ্জ বাসীকে কঠোর ভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয় এবং কেই স্বাস্থ্য বিধি না মানলে তার বিরুদ্ধে মহামারী আইনের নিরিখে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
“বাড়িতে থাকুন সুস্থ থাকুন ,বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না “