করোনায় আক্রান্ত দুর্গাপুর থানার পুলিশকর্মী

দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ থানার একাধিক পুলিশকর্মী করোনায় আক্রান্ত। এরপর করোনায় আক্রান্ত হলেন দুর্গাপুরের কোকওভেন ও দুর্গাপুর থানার পুলিশকর্মী। দুর্গাপরের দু’জন পুলিশ অফিসার করোনায় আক্রান্তের কথা জানা যায়। করোনার থেকে বাদ পড়েনি অণ্ডাল থানাও। অণ্ডলের এক আধিকারিক করোনায় আক্রান্ত।

কোনও এলাকায় করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেলে পুলিশকে যেতে হচ্ছে সশরীরে ,তাই তাঁদের সংক্রমনের বড়ো ভয় থেকেই যায়। রোগীকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হচ্ছে কি না? এলাকা জীবাণুমুক্ত হচ্ছে কি না? রোগীর সংস্পর্শে আসা অন্যান্যদের সোয়াব পরীক্ষার জন্য পাঠানো সমস্ত কিছুই করতে হচ্ছে পুলিশকে। সিভিক পুলিশকর্মী থেকে সিভিক ভলান্টিয়ারের মৃত্যুও হয়েছে কোরোনায়। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আসানসোল মহকুমার রানিগঞ্জ থানায় একাধিক পুলিশকর্মী ইতিমধ্যেই কোরোনায় আক্রান্ত হয়েছে। তবে এতদিন পর্যন্ত দুর্গাপুর মহকুমার আটটি থানার কোনও পুলিশকর্মী কোরোনায় আক্রান্ত হননি। কিন্তু গতকাল ওই দুই থানার অফিসার কোরোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেল। পুলিশ সূত্রে খবর, তিন চার দিন আগে দুর্গাপুর থানার পুলিশ অফিসারের জ্বর আসে। তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল তাঁর রিপোর্ট পজ়েটিভ আসে৷ তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে।