পশ্চিম বর্ধমান জেলা বইমেলা ২ জানুয়ারী থেকে

আসানসোল: করোনা কালে সরকারি নির্দেশিকা অনুসরণ করে পশ্চিম বর্ধমান জেলা গ্রন্থাগার এবং রাজ্য সরকারের সহযোগিতায় ২ জানুয়ারী থেকে ৭ জানুয়ারী পর্যন্ত আসানসোলে জেলা বইমেলার আয়োজন করা হবে বলে জানান রাজ্যের শ্রম ও আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক।

তিনি জানান এই বছর করোনার মহামারির কারণে সরকারি নির্দেশিকা অনুসরণ করে বইমেলা ছোট পরিসরে অনুষ্ঠিত হবে। তিনি বলেন যে বই প্রেমীরা বছরের পর বছর বইমেলার জন্য অপেক্ষা করেন। তাদের মতামত মাথায় রেখে প্রতি বছরের মত এই বছরও একটি বইমেলার আয়োজন করা হবে।এরই সঙ্গে তিনি বলেন যে সমস্ত বই বাজারে পাওয়া যায়না সেই সমস্ত বই বইমেলায় সবই পাওয়া যায়। প্রায় ৫০ টির মতো বইয়ের স্টল স্থাপন করা হবে যার মধ্যে নামী প্রকাশকরা অন্তর্ভুক্ত থাকবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, পশ্চিম বর্ধমান জেলা গ্রন্থাগারের সভাপতি সুমন্ত বন্দ্যোপাধ্যায়, এডিএম শিক্ষা হুমায়ুন বিশ্বাস, রঞ্জিত পান্ডে, দিলীপ নায়ক, গুরুদাস চ্যাটার্জি সহ হীরাপুর থানার অফিসার, দমকল বিভাগের অফিসার, বিদ্যুৎ বিভাগের আধিকারিক প্রমুখ।

কোথায় হবে সেই বিষয়ে কিছু বলা নেই।