আসানসোল: লকাডাউনে রোজকার বন্ধ সাধারণ মানুষ থেকে শুরু করে শিল্পীদের। এই পরিস্থিতিতে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আসানসোলের সিঙ্গার ও মিউজিশিয়ান দের কথা ভেবে তাদের পাশে দাঁড়াতে চেয়েছেন। তিনি ‘টিম বাবুল বি জে পি’ কে তথ্য সংগ্রহ করে সিঙ্গার ও মিউজিশিয়ান দের তালিকা তৈরী করার নির্দেশ দেন। তিনি তাদের জন্য “কো-অপারেটিভ” তৈরী করে তাদের হাতে আর্থিক সাহায্য তুলে দেবেন। এই বিষয়ে তিনি বিখ্যাত শিল্পীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
এই খবর প্রচার হতেই শিল্পীদের মধ্যে একটি আশ্বাস জাগে যে এই অসময়ে যখন রোজকার বন্ধ তখন এই আর্থিক সাহায্য তাদের কিছুটা দিন গুজরান করতে সাহায্য করবে। তাই আসানসোলের শিল্পীদের অনেকেই এই বিষয়ে সাংসদ বাবুল সুপ্রিয় কে ধন্যবাদ জানিয়েছেন।