আসানসোল: আসানসোলের কালিপাহাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকায় পাইপলাইনের কাজের শিল্যান্যাস করলেন আসানসোল পুরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এই প্রকল্পের জন্য ব্যয় হবে প্রায় ৫৫ লক্ষ টাকা। মেয়র জিতেন্দ্র তেওয়ারি জানায় – এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবি পূরণ হবে।
গত ৪০ বছর ধরে তাদের দাবি ছিলো যে, তাদের বাড়িতে বাড়িতে যেন পানীয়জল আসে। এখানে প্রথমে পিএইচই বা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সাহায্যে জল সরবরাহ করা হতো৷ যা বাসিন্দাদের চাহিদা পূরণ করতে অক্ষম।
এই পাইপলাইনের কাজ শেষ হয়ে গেলেই বাড়িতে বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হবে। ডামরা হেলথ সেন্টার, কালিপাহাড়ি মোড় ও উষাগ্রামে একটা করে ওভারহেড রিজার্ভার তৈরি করা হয়েছে।
দামোদর নদীতে লক্ষ গ্যালনের রিজার্ভার তৈরির কাজ চলছে। সেই কাজ শেষ হয়ে গেলে আগামী ১০০ বছর পর্যন্ত পানীয়জলের কোন অভাব হবেনা। এই প্রকল্পের শিলান্যাসের কারণে এলাকাবাসী খুশি। তারা এই প্রকল্প কে স্বাগত জানায়।তাদের দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে।