মাধ্যমিকের ফলাফল প্রকাশ, বেড়েছে পাশের হার

আজই প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। সাংবাদিক বৈঠক করে মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়। পাসের হারে নতুন রেকর্ড সৃষ্টি হল এ বছর। পাসের হার আগের বছরের তুলনায় বেড়ে হয়েছে ৮৬.৩৪ শতাংশ। ছাত্রদের মধ্যে পাশের হার ৮৯.৮৭%। ছাত্রীদের মধ্যে পাশের হার ৮৩.৪৭ শতাংশ। এ বছর মোট পরীক্ষার্থী ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন। তাদের মধ্যে পাস করেছে ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন। পাসের হার সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে, ৯৬.৫৯ শতাংশ। পাসের হারে দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে পশ্চিম মেদিনীপুর (৯২.১৬ শতাংশ) ও কলকাতা (৯১.০৭ শতাংশ)।

অনলাইনেও ফলাফল জানতে পারে শিক্ষার্থী। wbresults.nic.in -সহ অন্যান্য ওয়েবসাইটেও রেজাল্ট জানতে পারবে।

eFindout.com এর পক্ষ থেকে সকল শিক্ষার্থী কে সাফল্যের শুভেচ্ছা ও অভিনন্দন।