বামপন্থী এবং দক্ষিনপন্থী কথার উৎস কোথায়?

Where is the source of leftist and rightist words?

ফেয়ার অ্যান্ড ফেইজ এ-প্রাক বিপ্লব ফ্রান্সে ফ্রান্সের সাধারন সভায় রাজতন্ত্রের দোসর যাজক সম্প্রদায়দের নিয়ে গঠিত First Estate এবং অভিজাত ও জমিদারদের নিয়ে গঠিত Second Estate রাজার দক্ষিণ দিকে ব’সতো আর সেই সময়কার রাজতন্ত্রের বিরোধী বণিক, মধ্যবিত্ত ও সাধারণ সম্প্রদায়ের লোকজনদের নিয়ে গঠিত Third Estate রাজার বাম দিকে বসতো। এই Third Estateই ফরাসী বিপ্লবে নেতৃত্ব দিয়েছিল। সেই সময় থেকেই দক্ষিনপন্থী ও বামপন্থী শব্দ দুটি যথাক্রমে রাজতন্ত্রের (শাসকের) দোসরদের এবং রাজতন্ত্রের বিরোধীদের বোঝাতো। ক্রমে এই ধারণাই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

এই মত নিয়ে বিতর্ক থাকলেও অধিকতম মানুষ এই মতকেই বিশ্বাস করে