অন্ডালের হরিশপুর গ্রামে ধ্বস, মানুষের মধ্যে সৃষ্টি আতঙ্ক, জাতীয় সড়ক অবরোধ

অন্ডাল: পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তর্গত হরিশপুর গ্রামে ভয়াভয় দুর্ঘটনা ।গতকাল রাতে ধসের ফলে ক্ষতিগ্রস্ত হয় গ্রামের অনেক ঘরবাড়ি। এই ভয়ে বাধ্য হয়ে গ্রাম ছাড়ছেন স্থানীয় অনেক বাসিন্দা। গত ১৬ তারিখে হরিশপুর গ্রাম থেকে দুই নম্বর জাতীয় সড়ক টপ লাইন এবং পড়াশকোল যাওয়ার মূল রাস্তা ধসে পড়ে। দু’টি বাড়িতে ফাটল দেখা যায় ।তারপর থেকে প্রায় প্রতিদিনই ছোটখাটো ধসের ঘটনা ঘটেছে।

গতকাল রাত বারোটা নাগাদ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। আতঙ্কিত গ্রামবাসীরা বাড়ির বাইরে বেরিয়ে পড়েন। এরপরই আতঙ্কিত গ্রামবাসীরা দুই নম্বর জাতীয় সড়ক এবং জিএম অফিস ঘেরাও করেন। স্থানীয়দের দাবি দ্রুত ই সি এল এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে পুনর্বাসনের ব্যবস্থা না করলে পুরো গ্রাম মাটির গর্ভে চলে যেতে পারে। বিক্ষোভকারীরা জানান, এমনিতেই তারা গৃহহীন হয়ে পড়েছেন। তাই যতক্ষণ না প্রশাসনের পক্ষ থেকে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণ তারা অবরোধ করা থেকে পিছপা হবেন না।