পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি অব্যাহত।স্বাস্থ্য দপ্তরের ৩০ শে আগস্ট প্রকাশিত ২৯ শে আগস্ট পর্যন্ত আপডেট করা রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান জেলায় ৩ জনের মৃত্যু এবং ১৬৬ জন মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এবং অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১২০ জন সুস্থ হয়ে উঠেছেন। জেলাতে মোট সক্রিয় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৬৮ এবং মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ২৭৬৪। এদিকে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জন।
কয়েকদিন আগেই প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিম বর্ধমান জেলায় করোনা সংক্রমনের ওপর চিন্তা প্রকাশ করেছিলেন।এই ক্রমবর্ধমান বৃদ্ধি দেখে বেঙ্গল মিরর এর পক্ষ থেকে শিল্পাঞ্চল এর সমস্ত নাগরিক কে আবেদন করা হয়েছে সতর্ক থাকার। নিয়মিতভাবে যাতে সকল নাগরিককে মাস্ক ব্যবহার করতে অনুরোধ করেছেন। নিয়মিতভাবে সাবান দিয়ে হাত ধুতে থাকুন এবং স্যানিটাইজার ব্যবহারের কথা বলেন। সরকার নির্ধারিত স্বাস্থ্য বিধি এবং প্রশাসনের সমস্ত নির্দেশিকা যেন সকল নাগরিক সঠিকভাবে পালন করেন।