আসানসোল: পাকিস্তান ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নৃশংস অত্যাচারের প্রতিবাদে গতকাল আসানসোলে হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে মহামিছিল অনুষ্ঠিত হয় এবং মহকুমা শাসকের দপ্তরে চার সদস্যদের প্রতিনিধি দল এই বিষয়ক এক স্মারকলিপি জমা করেন। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে দাবি করা হয়, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। সেখানে বসবাসকারী হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে। নারীদের বিভিন্নভাবে হয়রানির স্বীকার হতে হচ্ছে। তাদের সম্পত্তি লুটপাট করা হচ্ছে।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের আসানসোল জেলার বিস্তারক শ্রী অমিত সরকার, হিন্দু জাগরণ মঞ্চের দক্ষিণবঙ্গ প্রান্তের সহ সভাপতি শ্রী প্রভাত মুখোপাধ্যায়, হিন্দু জাগরণ মঞ্চের জেলা সম্পাদক শ্রী তাপস সিংহ, রোহিত পাসোয়ান, হাবু গড়াই, শ্রী দিলাওর পাসোয়ান, শ্রী নবেন্দু সানিগ্ৰাহী সহ আরও অনেকেই।