জামুরিয়া: জামুরিয়ার একটি হিন্দি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৈদ্যনাথ মিশ্রের উপর দুর্বৃত্তরা হামলা করেছে। তিনি জামুরিয়ার শ্রীপুরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে আখালাপুর স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়।
প্রধান শিক্ষক বলেছিলেন, “শনিবার আমি ক্লাস ফাইভ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মিড ডে মিলের চাল ও আলু বিতরণ করে বাড়ি ফিরছিলাম। তখন কয়েকজন যুবক আমাকে লাঠিসোঁটা ও রড দিয়ে স্কুলের সামনে আক্রমণ করে। আমি আমি রক্তাত্ত অবস্থায় যায়।। বাসিন্দারা আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আখিলপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। “তবে বৈদ্যনাথ মিশ্রের আগে এ জাতীয় আক্রমণ হয়েছে বলে জানান। প্রধান শিক্ষকের উপর হামলাটি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। জামুরিয়া পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।