রাণীগঞ্জ: গত ৬ই জুন থেকে শুরু হয়েছে কমরেড রবিন সেন স্মৃতি বিনামূল্যের সবজি বাজার। বাজার বসেছে রানীগঞ্জের বল্লভপুর পেপারমিল ইউনিয়ন অফিসের মাঠে। ৫ দিনব্যাপী এই বাজার চলবে। মোট ১৫০০ গরিব পরিবারের হাতে তুলে দেওয়া হবে সবজি ও কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, সয়াবিন এবং প্রায় অাট রকমের সবজি।
প্রতিদিন প্রায় ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হচ্ছে কুপনের মাধ্যমে। বিনামূল্যের বাজারের আয়োজনের নেপথ্যে রয়েছে বাম শ্রমিক সংগঠন সিঅাইটিইউ। তারা জানাই দুস্থ মানুষদের মুখে দুবেলা অন্য তুলে দিতেই তাদের এই উদ্যোগ।