দুর্গাপুর: শিব পুজো উপলক্ষ্যে দামোদর নদে জল আনতে গিয়ে চারজন যুবক তলিয়ে যায়৷ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের গোপালমাঠে৷ সোমবার শিবের মাথায় জল ঢালার জন্য ছয়জন যুবক নদীতে জল আনতে যায়৷ নদী থেকে জল তোলার সময় নদীতে নামলে তলিয়ে যায় চার জন৷ ছয়জনের মধ্যে সাঁতার কেট দু’জন ডাঙায় উঠতে সক্ষম হলেও বাকি চারজন তলিয়ে যায়৷ নিখোঁজ যুবকদের নাম – সব্যসাচী মুখার্জি (বয়স ১৮ ), শিবু দাস (বয়স ১৮), রাহুল মান্ডি (বয়স ১৮) ও সৌরভ মণ্ডল (বয়স ১৮) ৷
খবর পাওয়ার পর স্থানীয় জনতা ও পুলিশ পেয়ে ঘটনাস্থানে আসে৷ ঘটনাস্থান থেকে উদ্ধার হয় গামছা, জুতো ও জলের ঘটি ৷ নিখোঁজ যুবকদের খোঁজে ডুবুরি নামানো হয়৷ যদিও ঘটনার বেশ কিছুক্ষণ পরেও নিখোঁজ যুবকদের কোনও সন্ধান পাওয়া যায়নি ৷ নদীতে নৌকা নামিয়ে ওই যুবকদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে প্রসাশন৷