দুর্গাপুর, আসানসোল ও রানিগঞ্জে: করোনা আক্রান্তের খবর পাওয়া মাত্রায় সক্রিয় ভূমিকা নিচ্ছেন দমকল কর্মীরা৷ দ্রুততার সাথেই করা হচ্ছে স্যানিটাইজ়েশনের কাজ৷ দমকল বাহিনীর তৎপরে সন্তুষ্ট দুর্গাপুর, আসানসোল ও রানিগঞ্জে এলাকার বাসিন্দারা৷
পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকায় প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্রই দুর্গাপুরের মহকুমা শাসকের নির্দেশমতো সেই এলাকাকে জীবাণুমুক্ত করার কাজে ছুটে যাচ্ছেন দমকল কর্মীরা৷
সংক্রমিত বাড়ি স্যানিটাইজ়েশন করা হচ্ছে হাইপোক্লোরাইড ও জলের মিশ্রণ দিয়ে৷ সংক্রমিত বাড়ির বাইরের অংশ, রাস্তাঘাট, এমনকি বাড়ির সামনে কোনও ফাঁকা মাঠ থাকলেও তা স্যানিটাইজ় করা হচ্ছে৷ শুধু দমকল দপ্তরের পক্ষ থেকেই নয়।
দুর্গাপুর অগ্নিনির্বাপক কেন্দ্রের আধিকারিক শান্তি রায় বলেন, “মহকুমা শাসক আমাদের যেমন গাইড করছেন আমরা সেই মতো কাজ করে চলেছি। করোনা মোকাবিলার জন্য একটি WhatsApp গ্রুপ করা হয়েছে। সেখানে আমাদের নির্দেশিকা দেওয়া হচ্ছে। দ্রুত সেই নির্দেশিকা পালন করা হচ্ছে। সকাল হোক কিংবা সন্ধ্যা, দমকলকর্মীরা তৈরি। মহকুমা প্রশাসকের থেকে নির্দেশ পাওয়া মাত্রই আমরা সেই এলাকাগুলোতে পৌঁছে যাচ্ছি। যদি কোথাও কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে। তাহলে শুধু তাঁর বাড়ি নয়। আশপাশের সমস্ত বাড়ির বাইরের অংশগুলোর রাস্তাঘাট সমস্ত কিছুকে জীবাণুমুক্ত করার কাজ করা হচ্ছে। সোডিয়াম হাইপোক্লোরাইড মহাকুমা প্রশাসনের পক্ষ থেকে সরবরাহ করা হচ্ছে।”