রানীগঞ্জ থেকে উদ্ধার ৮০ থেকে ৯০ হাজার টাকার বাজি, কোর্টের রায়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমরমা বাজি ব্যবসা

প্রতীক ছবি

রানিগঞ্জ: রাজ্যজুড়ে বিভিন্ন রকমের বাজি বিক্রি ও ব্যবহারে নিষেধাজ্ঞা জারির পরও একাধিক জায়গায় গোপনে বিক্রি করা হচ্ছে ,এই খবর পেয়ে তল্লাশি অভিযানে নামে পুলিশ। গতকাল পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জ শহরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকার বাজি। এই কারবারের সাথে যুক্ত এক ব্যবসায়ীকে আটক করেছে রানিগঞ্জ থানার পুলিশ।

সজল রক্ষিত নামে এক যুবকের দোকান ও তার গোডাউন থেকে বিপুল পরিমাণে বাজি উদ্ধার করা হয়। গতকাল আমড়াসোতা ফাঁড়ি এলাকায় পুলিশ গোপনে অভিযান চালায়। কয়েকটি জায়গা থেকে বাজি উদ্ধার করে তারা। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট বাজি বিক্রি ও পোড়ানো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন বাজি ব্যবসায়ীরা। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরও এই অভিযান জারি থাকবে এবং যারা এই অনৈতিক কাজে যুক্ত থাকবে তাদের আইন অনুসারে শাস্তি ও জরিমানা করা হবে।