মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুনর্বাসনের কাজ খতিয়ে দেখেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি

জামুড়িয়া: খনি অঞ্চলের ধ্বস প্রবল অন্ডাল, জামুড়িয়া ও বারাবনী এলাকায় পুনর্বাসনের কাজ চলছে। এলাকার মানুষজনেদের দ্রুত পুনর্বাসন দেওয়া হয় সেই বিষয়ে মঙ্গলবার মুখ্যমন্ত্রী ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা দেন। এর পরেই আজ জেলা শাসক পূর্ণেন্দু মাজি জামুড়িয়া সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃশানু রায় কে সঙ্গে নিয়ে জামুড়িয়া বিজয় নগর এলাকায় পুনর্বাসনের কাজ খতিয়ে দেখলেন।

জেলা শাসক পূর্ণেন্দু মাজি বলেন, কি ভাবে কাজ চলছে দেখতে এলাম। এবং যাতে আরও দ্রুত কাজ হয় তাঁর ব্যাবস্থা নিতে বলা হল ঠিকাদারদের। তিনি বলেন কাজে যে সব কাঁচা মাল শ্রমিক লাগবে তাঁর জোগাড় দেবেন তিনি। কাজের গতি আরও বাড়ানোর নির্দেশ দিলেন ঠিকাদারদের। তিনি বলেন যত তাড়াতাড়ি সম্ভব মানুষদের হাতে বাড়ি গুলি তুলে দেওয়া হবে।

এই বিষয়ে প্রশানিক তৎপরতা চোখে পড়ার মত।এলাকাবাসীর কাছে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। তারা আসা করছেন খুব শীঘ্রই তারা থাকার জায়গা পাবেন।