রানীগঞ্জ: করোনার কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সেই কারণে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই রকম একটি ঘটনার নজির মিলল রানীগঞ্জের আনন্দলোক হাসপাতালে।হটাৎ করে আগামী ৩০ তারিখ পর্যন্ত বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় আনন্দলোক হাসপাতালে। আর এতেই ঘটেছে বিপত্তি। কারন এই হাসপাতালে বড়ো সংখ্যক মানুষ নিয়মিত ডায়ালিসিস করান। আর এই সময় বাইরে যাওয়ারও কোনো উপায় নেই তাই দীর্ঘদিন ধরে ডায়ালিসিস করতে আসা রোগীর পরিজনেরা রবিবার হাসপাতাল খোলার দাবিতে বিক্ষোভ দেখান।
ডায়ালিসিস রোগীর পরিবারদের অভিযোগ কোনও পূর্ব নোটিস ছাড়াই যেভাবে হাসপাতালটি বন্ধ করা হল তা দায়িত্বজ্ঞানহীন। বিক্ষোভকারীরা জানান যদি তাদের আত্মীয়দের ডায়ালিসিস সঠিক সময়ে না করা হয় তবে তাদের রোগীরা খুবই বিপদে পড়বে। এমনকি প্রাণহানিও হতে পারে।
হাসপাতাল সূত্রের খবর, যেহেতু হাসপাতালের একাধিক কর্মীরা, চিকিত্সক ও নার্সরা মহামারীতে আক্রান্ত তাই হাসপাতালের মালিকের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডায়ালিসিস রোগীদের কী হবে? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হসপিটাল কর্তৃপক্ষ জানান যে রোগীদের এটি নিজেই ব্যবস্থা করতে হবে।