দুর্গাপুরে ক্রমাগত করোনার বৃদ্ধির কারণে মহকুমা প্রসাশন দ্রুত করোনার পরীক্ষা শুরু করে। শনিবার প্রসাশনের আদেশে এক নম্বর বোরো কার্যালয়ে করোনা পরীক্ষার শিবিরের আয়োজন করা হয়েছে। ওই শিবিরে আসে পাশের প্রচুর লোক এসে ভিড় করে। এবং নির্দিষ্ট দূরত্ব বোঝায় রেখে স্বাস্থ্য কর্মীরা পি পি ই কিট পরিধান করে নমুনা সংগ্রহ করে।মোট ৮৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
এই রিপোর্ট দুদিন পর পাওয়া যাবে বলে জানানো হয়। দুর্গাপুর নগর নিগমের এক নম্বর বোরো চেয়ারম্যান রীনা চৌধুরী শিবিরে উপস্থিত ছিলেন।তিনি জানিয়েছেন মানুষকে করোনার প্রকোপ থেকে রক্ষা করার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে।এই শিবির বিভিন্ন বোরো এলাকায় করা হবে ।এবং আক্রান্ত ব্যক্তিদের চিহ্নিত করতে পারা যাবে