আসানসোল: পরিচয়হীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে হীরাপুর থানার অন্তর্গত বার্নপুর নর্সিংবাঁধ লালগলি এলাকায়। দেহটি বস্তা বন্দি অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। হীরাপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
যে জায়গায় মৃতদেহটি পড়েছিল তার সামনে একটি বাড়ি আছে। এলাকার বাসিন্দারা বলেন, ওই বাড়িতে প্রায় তিরিশ বছর ধরে কেউ থাকেন না। বাড়ির পাশে পাঁচিল এবং তারপর জঙ্গল রয়েছে। বাসিন্দাদের অনুমান, জঙ্গলের অন্যদিক থেকে এসে দুষ্কৃতীরা বস্তাবন্দী মৃতদেহ গলিতে ফেলে গেছে। হীরাপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।