জরুরি ভিত্তিতে রানীগঞ্জে রক্তদান শিবির

রানীগঞ্জ: করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে ব্লাডব্যাংক গুলোতে রক্তের আকাল। করোনা আতঙ্কে রক্তদানের প্রবনতা মানুষের মধ্যে কমেছে, যার ফলে চরম রক্ত সঙ্কটে ভুগতে হচ্ছে হাসপাতালের ব্লাডব্যাংক গুলোকে। ঠিক এমনই অবস্থায় রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এলেন আসানসোল পৌরনিগম।

আসানসোল পৌরনিগমের প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি সমস্ত বোরোতে রক্তদান শিবিরের আয়োজন এবং প্রতি বোরো থেকে ১০০ ইউনিট রক্ত সংগ্রহ করার নির্দেশ দেন। এর আগেও জিতেন্দ্র তেওয়ারিকে জনগনের কাছে রক্তদান করার আবেদন করতে দেখা গিয়েছে। নির্দেশের পরই রানীগঞ্জ বোরো ২- এর পক্ষ থেকে বুধবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৩৪ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। কর্মসূচীতে বিশেষভাবে উপস্থিত থাকতে দেখা যায় বোরো ২- এর প্রশাসক পূর্ণ শশী রায়, কুলটির প্রশাসক দিব্যেন্দু ভগত, প্রাক্তন চেয়ারপার্সন সঙ্গীতা সারডা, এবং বোরো-২ এর ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ কোনার প্রমুখকে।