দুর্গাপুর: গ্যাস সিলিন্ডার পাইপে আগুন লেগে মুহুর্তেই বাড়ির ছাদ সহ সমস্ত কিছু পুড়ে যায় এবং বাড়ির দুই মহিলা আহত হয়। ঘটনাটি গতকাল দুপুরে কাঁকসা থানার গোপালপুর উত্তরপাড়ায় ঘটেছে।
গোপালপুর উত্তর পাড়ায় বিশ্বাস বাড়ির দুই মহিলা রান্না করছিলেন। সোমা বিশ্বাস নামে এক মহিলা গ্যাসে রান্না করছিলেন এবং তার পাশে ছিলেন তার জা স্বান্তনা বিশ্বাস। হঠাৎ গ্যাসের পাইপে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘরে। বাড়ির টালির ছাদ সহ সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। আহত হন সোমা বিশ্বাস ও তার জা সন্তানা বিশ্বাস।
এই দুই মহিলার চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে আসেন। প্রতিবেশীরা দমকল বিভাগকে জানাই। স্থানীয় লোকেরা অসম্ভব ঝুঁকি নিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। ঘটনার খবর পেয়েও ফায়ার ব্রিগেড দেরি করে ঘটনাস্থলে পৌঁছে বলে অভিযোগ করা হয়। ফায়ার ইঞ্জিন আসার সময় আগুন নিভে গিয়েছিল। দমকল ইঞ্জিন দেরিতে এলে স্থানীয়রা ক্ষুব্ধ হন। প্রত্যক্ষ দর্শীদের মতে, আগুন এতটাই তীব্র ছিল যে বাড়ির সমস্ত জিনিস তাত্ক্ষণিক ভাবে ছাই হয়ে যায়। ঘটনাটি অনেক বিতর্ক সৃষ্টি করেছিল।