আসানসোল পুরনিগমকে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো, দুটি বিশেষ প্রকল্পের জন্য

আসানসোল: পশ্চিম বর্ধমানের আসানসোল পুরনিগম বিশেষ সম্মানে সম্মানিত হলো। সোমবার প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি বলে, কুলটির মানুষের পানীয় জলের সমস্যার সমাধানে যে দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসানসোল পুরনিগমকে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পাওয়ার পরই কুলটির জল প্রকল্পের কাজ শুরু করে সময়সীমার অনেক আগেই শেষ করা হয়। মুখ্যমন্ত্রী জল প্রকল্পের উদ্ধোধনের পর যার মাধ্যমে কুলটির বহু মানুষ উপকৃত হচ্ছেন৷

এছাড়া আসানসোল পুরনিগমের পক্ষ থেকে জনসাধারণের জন্যে “এগিয়ে আসানসোল” নামে একটি অন লাইন পরিষেবা শুরু করা হয়৷ এর মাধ্যমে ট্যাক্স সিস্টেম ও ট্রেড লাইসেন্স বিষয়গুলি শুরু করা হয়৷ করোনা পরিস্থিতি তে এই পরিসেবা মানুষের অনেক কাজে এসেছে বলে মনে করা হয়।

পুরনিগমের এই দুই দৃষ্টান্ত মূলক কাজকেই দেশের বিশেষ সম্মাণে সম্মাণিত করা হচ্ছে৷ যার নাম স্কচ অর্ডার অব মেরিট এওয়ার্ড। এই সংবাদ আসানসোল পুরনিগমের পক্ষে গর্বের বিষয়।