করোনা সংক্রমণ রুখতে Non-Touching সুইচ বানিয়ে ফেললো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র

Asansol Engineering College student makes non-teaching switch to prevent corona infection

আসানসোল: কোরনা থেকে এত সহজে মানব জাতির মুক্তি নেই। ঠিক সেই কথা মাথায় রেখেই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা বানিয়ে ফেললো “Non-Touching” সুইচ। এই নন ট্যাচিং সুইচে রয়েছে সেন্সর, এই সুইচে কোনো কিছু অন-অফ করার জন্য টাচ করার প্রয়োজন নেই।

কিভাবে কাজ করবে এই “Non-Touching” সুইচ
প্রথমে সেন্সরের কাছে হাতটি নিয়ে যেতে হবে, এর পর সেন্সর নিজে নিজেই হাত স্ক্যান করে নেবে, সঙ্গে সঙ্গে ইন্ডিকেশন লাইট জ্বলে উঠবে। এর পর লাল, নীল, সবুজ, হলুদ কাগজ গুলো রাখা হলে, তারপর সেই কাগজের কাছে হাতটা নিয়ে গেলেই জ্বলে উঠবে লাইট বা পাখা। এই নন কনট্যাক্ট সুইচিং ডিভাইসটি বানিয়েছেন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ৰ কামরান হাসান। কামরানের আশা তার এই আবিষ্কার সাধারণ মানুষের কাজে লাগবে।