আসানসোল: আসানসোলের পুর প্রধান জিতেন্দ্র তিওয়ারি রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে বিস্ফোরক চিঠি পাঠিয়েছেন। সোমবার সেই চিঠিতে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তার ক্ষোভ রাজ্য সরকারের বিরুদ্ধে। এই চিঠি নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
পুরমন্ত্রীকে তিনি লিখেছেন, রাজ্যের সিদ্ধান্তের কারণেই কেন্দ্রীয় অনুদান থেকে বঞ্চিত হয়েছে আসানসোল শহরবাসী। আসানসোল বাসী পাইনি স্মার্ট সিটি প্রকল্পের জন্য বরাদ্দ দু-হাজার কোটি টাকা। এই ঘটনার জেরেই কি তিনি রানিগঞ্জ গার্লস কলেজ ও রানিগঞ্জ টিডিবি কলেজ এর গভর্নিং বডি থেকেও ইস্তফা দিয়েছেন? প্রশ্ন সাধারণ মানুষের মনে।
এই ঘটনায় সাংসদ বাবুল সুপ্রিয়র প্রতিক্রিয়া, ‘সাহসের পরিচয় দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। আগেও এবিষয়ে একাধিকবার ফিরহাদ হাকিমকে চিঠি লিখেছি। কাজের কাজ কিছু হয়নি।’