দুর্গাপুর: দুর্গাপুরের বেনাচিতি বাজারের সোনার দোকানের মালিকের পর আবারও এক ব্যবসায়ী করোনায় আক্রান্ত হলেন। এই কারণে উত্তরপল্লি বাজারে যানবাহন নিষিদ্ধ বলে ঘোষণা করা হল পুলিশের তরফ থেকে। আজ ওই ব্যবসায়ীর সংস্পর্শে আসা নয় জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এছাড়া তার সংস্পর্শে আসা ব্যক্তিদের সন্ধান চালাচ্ছে পুলিশ।
ওই ব্যবসায়ী দেশবন্ধু নগরে একটি বাড়িতে ভাড়া থাকেন। ওই বাড়ির মালিক সহ মোট নয়জন ওই ব্যবসায়ীর সংস্পর্শে এসেছেন। তাঁদের লালারস নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সকাল থেকেই বেনাচিতি বাজারে কড়া পুলিশ পাহারা লক্ষ্য করা গেছে। বাজারে চলছে পুলিশের কড়া নজরদারী ,মাস্ক না পরলেই পুলিশ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে, এবং মানুষকে সচেতন থাকার অনুরোধ করছে।