অন্ডাল: মঙ্গলবার রাত্রে একটানা বৃষ্টির কারণে অন্ডাল ব্লকের দুটি সেতু জলের তলায়। একাধিক এলাকা জলমগ্ন হয়েছে। সেতু দুটির এরূপ অবস্থার কারণে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন। সেতু দুটি হলো অন্ডাল ব্লকের অন্তর্ভুক্ত হরিশপুর সেতু ও তারক ডাঙা সিঙ্গারণ সেতু। নিরুপায় হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ।
এই ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা আঞ্চলিক প্রসাশন কে এই বিষয়ে দায়ী করেছেন। বার বার জানানো সর্তেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করছে না। বার বার এইরূপ বৃষ্টি হলেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।বিশেষ করে অসুস্থ হলে গ্রামের মানুষ অসুবিধায় পড়ে।