আসানসোল: দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার মধ্যে পশ্চিম বর্ধমান জেলাতেই সবচেয়ে বেশি করোনা এক্টিভ পেসেন্ট বর্তমানে রয়েছেন। রাজ্য স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, ১৬ জুলাই পর্যন্ত ১৩২ জন কোরোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন পশ্চিম বর্ধমানে। আরও চারটি প্রতিবেশী জেলা পূর্ব বর্ধমান, বাঁকুড়া,পুরুলিয়াকে পিছনে ফেলে পশ্চিম বর্ধমান করোনা রোগীর তালিকায় এগিয়ে।
রাজ্য স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী পূর্ব বর্ধমানে একটিভ রোগির সংখ্যা ১১৫, বাঁকুড়ায় সংখ্যা ৭৩, পুরুলিয়ায় ৯ এবং বীরভূমে ৩৭। যদিও সেই সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র থেকে জানা যাচ্ছে গতকাল আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন বিভাগে চিকিৎসাধীন থাকা চারজন রোগীর রিপোর্ট পজ়িটিভ এসেছে। এরা মহিশিলা গ্রাম, আসানসোল এনএস রোড, ঊষাগ্রাম অঞ্চলের বাসিন্দা। তাদের প্রত্যেককেই দুর্গাপুরের বিশেষ কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে সূত্র থেকে জানা যাচ্ছে জেলা হাসপাতালের একজন চিকিৎসকের কোরোনা পজ়িটিভ মিলেছে। তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। জানা গেছে, ওই চিকিৎসক সংক্রামিত হওয়ার দুদিন আগেও আউটডোরে চিকিৎসা করেছিলেন। এর ফলে বেড়েছ আতঙ্ক।
এই রূপ পরিস্থিতিতে মাস্ক ছাড়াই মানুষজন রাস্তার বাইরে বেরিয়ে আসছেন। পুলিশ ব্যবস্থা নিলেও মানুষজন উদাসীন। নিরাপত্তার বিষয়টি নিয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এডিসি সেন্ট্রাল সায়ক দাস জানিয়েছেন “লাগাতার অভিযান চালানো হচ্ছে। বাসিন্দাদের রাস্তায় দেখতে পেলেই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”