অযোধ্যার রাম মন্দিরে ভূমি পূজার জন্য আসানসোল থেকে পাঠানো হলো অজয় নদের জল এবং মাটি

আসানসোল: বহু প্রতীক্ষিত অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষ্যে নদী মাতৃক দেশ ভারতের বিভিন্ন প্রান্তের নদ ও নদীর জল এবং মাটি পৌঁছানোর কার্যক্রম চলছে সারা দেশ জুড়ে। এই কার্যক্রমে পিছিয়ে থাকলো না দক্ষিন বঙ্গের জেলা পশ্চিম বর্ধমান। বীরভূম জেলার অজয় নদের জল এবং মাটি নিয়ে বিশ্ব হিন্দু পরিষদের জেলা শাখার বিভিন্ন পদাধিকারী ব্যক্তি রাজধানী এক্সপ্রেসে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হয়।

এই উপলক্ষে গো–রক্ষা প্রান্তীয় প্রমুখ ওম নারায়ণ প্রসাদ বলেন ৫ ই আগস্ট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে তার হাত ধরে অযোধ্যা রাম মন্দির ভূমি পূজার সূচনা হবে। রাম মন্দির ভারতে আস্থার কেন্দ্রবিন্দু। ভারতের প্রত্যেকটি রাজ্য কে এক সুতোয় বাঁধা – র প্রয়াস করা হচ্ছে।

বীরভূমের জয়দেবের অজয় নদ কে মা গঙ্গা স্বরূপ মানা হয় এবং এই নদের সাথে জয়দেবর স্মৃতি জড়িত সেই কারণে অজয় নদেরর জল এবং মাটি নিয়ে তারা অযোধ্যা অভিমুখে যাচ্ছেন।রাজধানী এক্সপ্রেসে রওনা দেবার সময় বজরং দলের ধর্মেন্দ্র প্রসাদ প্রমুখ উপস্থিত ছিলেন।