দুর্গাপুরে বেআইনি নির্মাণ দখলমুক্ত করতে গিয়ে বাধার সম্মুখীন হন ADDA আধিকারিকরা

দুর্গাপুর: আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি (এডিডিএ) কর্মকর্তারা অবৈধ নির্মাণ চিহ্নিতকরণে বাধার মুখোমুখি হয়েছেন। তবে এই মহামারী দিনে কেন উচ্ছেদ অভিযান চালানো হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। দুর্গাপুরে সরকারী জমিতে অবৈধ নির্মাণ করে ব্যবসা বা বাড়ি তৈরিতে হয়েছে দীর্ঘকাল ধরে। আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি বারবার তাদের জমি খালি করতে বলেছে, তবে অবৈধ দখলদাররা তাতে কান দেয়নি।

লকডাউন চলাকালীন দখলমুক্ত কাজ বন্ধ ছিল। গতকাল দুর্গাপুরের বিধাননগরের ইমন কল্যাণ সরণি ও মুচিপাড়াতে বেশ কয়েকটি অবৈধ দোকান এবং অন্যান্য কয়েকটি দোকান ভেঙে ফেলা হবে বলে চিহ্নিত করা হয়। প্রথমে বেসরকারী হাসপাতালের সামনের তিন থেকে চারটি দোকান ভাঙা হয়। জবরদখলকারীরা এডিডিএ কর্মকর্তাদের দোকান না ভাঙার অনুরোধ করে, তবে এডিডিএ কর্মকর্তারা তাদের কথায় কান দেয়নি এবং JCB দিয়ে দোকানগুলি ভেঙে দেওয়া হয়। আরও বাকী দোকানগুলি ভাঙার জন্য চিহ্নিত করা হয়। এরপরে এডিডিএ কর্মকর্তারা মুচিপাড়া এলাকায় অবৈধ নির্মাণ চিহ্নিতকরণে গেলে বাধার সম্মুখীন হন। এডিডিএ অফিসাররা সেখানে কাজ না করেই ফিরে আস্তে বাধ্য হয়।