দুর্গাপুর: বর্তমানে সোসাল মিডিয়া জুড়ে চলছে ট্রোল ও মিম। একটি ক্লিকে ভাইরাল হয়ে যাচ্ছে বিভিন্ন পোস্ট। এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে নিয়ে পোস্ট করার জন্য শাস্তির মুখে পড়তে হয় অনেককেই। তেমনি এবার
সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর ছবি পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে কাঁকসা থানার পানাগড় এলাকায়৷ ধৃত যুবকের নাম কালু শেখ ৷
কালু শেখ নামক যুবক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু অশালীন ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে। সেই ছবি ভাইরাল হলে স্থানীয় এক যুবক কালু শেখের বিরুদ্ধে কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ গতকাল কালুকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত যুবক নিজের দোষ স্বীকার করে নিয়েছে। সে বলে, “ভুল হয়ে গেছে। এই ধরনের পোস্ট করা অনুচিত।” প্রসঙ্গত, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বারবার সোশাল মিডিয়ায় অপ্রীতিকর কোনও পোস্ট করা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে। এবং ভবিষ্যতে দেশের সাংবিধানিক পদধিকারী ব্যক্তির উদ্দেশে সোসাল মিডিয়ায় অশালীন পোস্ট করা হলে সাইবার ক্রাইমের ধরা অনুসারে ব্যাবস্থা নেওয়া হবে।