তৃণমূল কংগ্রেসের কর্মীকে লক্ষ্য করে গুলি, আশঙ্কা জনক অবস্থায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে

অন্ডাল: পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার অন্তরগত সিঁদুলিতে এক ব্যক্তির উপর গুলি চালানো কে কেন্দ্র করে মঙ্গলবার রাতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির নাম রামলক্ষণ কেয়ট(৩০)। তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে এলাকায় পিরিচিত।

গুলিবিদ্ধ রামলক্ষনকে আশঙ্কা জনক অবস্থায় দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সূত্র মারফত জানা যায় বাড়ি ফেরার পথে নিজের বাড়ির কাছেই একটি পুকুরের পাশে তাকে লক্ষ্য করে কেউ গুলি চালায়। তার পিঠে দুটি গুলি লাগে বলে জানা গেছে।

তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা তৃনমুল যুব কংগ্রেসের সভাপতি রুপেশ যাদব বলেন, রামলক্ষণ আমাদের দলের একজন সক্রিয় কর্মী ছিল। শুনেছি পিছন থেকে এসে তাকে পিঠে গুলি করে দুজন তার বাড়ির কাছেই।
পুলিশ বিষয়টি খতিয়ে দেখছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, খবর পেয়ে তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা বিষয়ে তদন্ত শুরু হয়েছে।