অণ্ডাল: অণ্ডালের কাজী নজরুল ইসলাম ইয়ারপোর্টের জমিদাতাদের বিক্ষোভ ঘিরে এলাকায় চাঞ্চল্য। তাই জমিদাতা পরিবারগুলি বুধবার নতুনকরে অবস্থান বিক্ষোভ শুরু করল৷ বিমানবন্দরের পথে বসে ধর্না আন্দোলন শুরু করে তারা ৷ তাদের অভিযোগ ১২ বছর আগে অন্ডালে বিমানবন্দর ও নগরী তৈরি হয়। ১১টি মৌজার প্রায় ৩৩০০ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ১২ বছর কেটে গেলেও জমিদাতা কৃষকসহ মোট কুড়ি হাজার ভাগচাষি ও বর্গাদার, খেতমজুররা ন্যায্য ক্ষতিপূরণ পাননি। এছাড়াও জমিদাতা পরিবারের একজন করে যুবক যুবতির চাকরি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। তাঁদেরও চাকরি দেওয়া হয়নি।