রানিগঞ্জ: কোটি টাকা তছরুপ করার অপরাধে রানিগঞ্জ হেডপোস্ট অফিসের কর্মী সুবীর মুখার্জী কে আসানসোল সি বি আই আদালত ছয় বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন। সুবীর মুখার্জীর সাথে সাথে তার পত্নী মালা মুখার্জীকেও আদালত চার বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেয়। এর সাথে তাদের দশ লক্ষ্য টাকার জরিমানার নির্দেশয় দেয় আদালত। যদি তারা জরিমানা দিতে ব্যর্থ হয় তাহলে আদালতের নির্দেশ অনুসারে তাদের আরো অতিরিক্ত এক বছরের সাজা বেড়ে যাবে।
রানিগঞ্জ হেডপোস্ট অফিসের কর্মী সুবীর মুখার্জী কে ভি পি এবং এন এস সির জালি সার্টিফিকেট বানিয়ে সাধারণ গ্রাহক কে প্রতারণা করে। এই কারণে খুব কম সময়ে তার আয়ের সাথে অসঙ্গতি রেখে ব্যাপক সম্পত্তির মালিক হয়ে ওঠে। এই বিষয়ে অভিযোগ পেয়ে ২০০৬ – ২০০৭ সাল নাগাদ তার বাড়িতে সি বি আই একাধিক বার তল্লাসী চালায় এবং তার বিরুদ্ধে মামলা রুজু করেন। আনুমানিক প্রায় এক কোটি কুড়ি লাখ টাকার মত সে অবৈধ ভাবে উপার্জন করে। এবং বিভিন্ন জায়গায় জমি কিনে তার নিবেশ করেন। তার বিরুদ্ধে প্রায় ৫৭ জন মানুষ সাক্ষী দেয়। অবশেষে সিবিআই আদালত বিষয় টিকে পর্যালোচনা করে সাক্ষ প্রমাণের ভিত্তিতে তাকে করাদণ্ড ও জরিমানার নির্দেশ দেয়।