রানীগঞ্জ: রানীগঞ্জের ৮৮ ও ৮৯ নম্বর ওয়ার্ডে আশানুরূপ ফল না মেলায় প্রসাশন সিদ্ধান্ত নিয়েছে লকডাউন বাড়ানোর। তাই লকডাউন বাড়িয়ে ২৯ জুলাই পর্যন্ত করা হয়েছে। ২৪ জুলাই পর্যন্ত লকডাউনের সিদ্ধান্ত নিয়েছিল প্রসাশন কিন্তু সেই সময়ে করোনা সংক্রমের হার সেই ভাবে কমেনি, এই কারণে লকডাউন বাড়ানোর মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। এই সময় করোনা সংক্রমের সংখ্যা বেড়ে ১০০ এর অধিক হয়ে গেছে, তার মধ্যে চার জনের মৃত্যু হয়েছে। তবে অনেকেই সুস্থ হয়ে গেছে বলে জানা যায়। কিন্তু প্রসাশন কোনো রকমের ঝুঁকি নিতে নারাজ।কারণ এই সময়ে রানীগঞ্জ শহরের সাথে সাথে গ্রামীণ এলাকাতেও পাল্লা দিয়ে সংক্রমের খবর পাওয়া গেছে। এবং পুলিশ কর্মীদের সংক্রমের সংখ্যা দুশ্চিন্তার কারণ।
প্রশাসন করোনার ব্যাপক সংক্রমণ রুখতে কঠোর লকডাউনের নীতি অবলম্বন করেছেন। তারা মনে করে আগামী এক সপ্তাহ যদি সঠিক স্বাস্থ্য বিধি মেনে মানুষ লকডাউন পালন করে তাহলে করোনার সংক্রমণ রোখা যাবে। প্রসাশন লকডাউন ভঙ্গ কারীর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তাদের ফাইন করে কেস দেওয়া হচ্ছে। সাথে সাথে মানুষকে সচেতনতার কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে এই করোনার ব্যাপক সংক্রমণের কারণে সাধারণ মানুষ আতঙ্কে ভুগছেন।